নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি তিন দিনের পরিবর্তে ৪ দিন করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আরও পড়ুন: আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ
ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকালে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
২৯ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। যদিও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
সান নিউজ/এনকে