ছবি : সংগৃহিত
জাতীয়
৩০০ কেজি আম উপহার

কৃতজ্ঞতা জানালেন আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আম উপহার পাঠিয়েছেন। রাজ্যটিতে উপহার হিসেবে পাঠানো আমের পরিমাণ ৩০০ কেজিরও বেশি।

আরও পড়ুন: বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

সোমবার (১২ জুন) এসব আম মুখ্যমন্ত্রী হিমন্তের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) আসামের সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের মতো এবারও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার হিসেবে সুস্বাদু আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ

বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন তার স্ত্রী ড. নবনীতা হককে সঙ্গে নিয়ে গতকাল কৈনাধোরা রাষ্ট্রীয় অতিথি ভবনে মুখ্যমন্ত্রীর কাছে এসব আম হস্তান্তর করেন।

উপহার হিসেবে পাঠানো ৩০০ কেজিরও বেশি উৎকৃষ্ট জাতের আমের মধ্যে ‘হিমসাগর’ ও ‘ল্যাংড়া’ আম রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে মৌসুমী রসালো এই ফল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত।

আরও পড়ুন: দেশে মানুষের গড় আয়ু বেড়েছে

সোমবার তিনি এক টুইট বার্তায় বলেন, আমাকে সুস্বাদু আম পাঠানোর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

সেন্টিনেল আসাম বলছে, আসাম ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের কাছেও আম পাঠানো হয়েছে।

সহকারী হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর গণ্যমান্য ব্যক্তিদের জন্য উৎকৃষ্ট আম পাঠিয়েছেন। এটি দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ককে আরও জোরদার করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন: টিসিবি পণ্যে যুক্ত হবে ৫ কেজি চাল

এদিকে মেঘালয়ের সংবাদমাধ্যম শিলং টাইমস পৃথক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর-পূর্ব ভারতের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য ৩ হাজার কেজি আম পাঠিয়েছেন।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাস হলো ফলের রাজা হিসেবে পরিচিত আমের মাস এবং সাম্প্রতিক অতীতে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘালয়সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন। তার এই ধরনের পদেক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে।

সংবাদমাধ্যমটি বলছে, গত শনিবার গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে ৬০০ বাক্সে প্যাকেট করা ৩ হাজার কেজি আম হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা অমলজতি বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা ওই আম গ্রহণ করেন।

আরও পড়ুন: জেনেভার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠিয়েছেন।

জানা যায়, ২৪০টি কার্টনে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে। তবে বার্তাসংস্থা পিটিআই বলছে, পশ্চিমবঙ্গে পাঠানো আমের পরিমাণ ৬০০ কেজি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত&rsquo...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

গৃহবধূকে ধর্ষণচেষ্টা; ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক করে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা