সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭০২৫৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৩৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০৯০৬ জন হজযাত্রী।
আরও পড়ুন : খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
রোববার (১১ জুন) রাত ১ টা ৫৯ মিনিট হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
আরও পড়ুন : ডেঙ্গুতে ১০ দিনে ৯ মৃত্যু
এদিকে হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই মক্কায় মারা গেছেন।
সবশেষ ৬ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মো. শহীদুল আলম (৬৭)।
আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
সান নিউজ/এনজে