নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রকোপের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ সফরে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা আসছেন।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, হঠাৎ করেই এ সফরটি নির্ধারিত হয়েছে। ঢাকায় শ্রিংলা পররাষ্ট্র সচিব এম মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।
হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের আসার কারণ সম্পর্কে কোনো সূত্র মন্তব্য করতে চায়নি। তবে কেউ কেউ মনে করছেন চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সমৃদ্ধ হওয়ায় কিছুটা উদ্বিগ্ন ভারত। সেই লক্ষ্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য শ্রিংলার আগমন।
পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন। এছাড়া তিন বছর তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
সান নিউজ/ এআর