গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি উন্নয়ন আন্দোলনের
জাতীয়

গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি উন্নয়ন আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনাকালে বাড়ানো গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া পুনর্বহালের রাখার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, করোনা সংকটে যে শর্ত সাপেক্ষে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল, তার কোনোটাই মানছেন না পরিবহন মালিক-শ্রমিকরা। বাড়তি ভাড়া নিয়ে পুরনো পদ্ধতিতেই গদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। ফলে একদিকে হুমকির মুখে রয়েছে জনস্বাস্থ্য, অন্যদিকে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। তাই অবিলম্বে সরকার নির্ধারিত এ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া পুনর্বহাল করতে হবে।

বিবৃতি দাতারা হলেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, মহাসচিব মো. গোলাম মোস্তফা সজীব মোল্লা, ভাইস চেয়ারম্যান মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর ও মো. রিয়াজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. তরিকুল ইসলাম কাবির, মোহাম্মাদ মিলন, মিরাজ আল সাদি, মোহাম্মদ হোসেন মুক্ত, মো. নাসির খান ও ডা. অনুপ কুমার মিত্র, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল, মো. জামাল হোসেন, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এস কে নাজমুল হাসান, এম হাসিব গোলদার, ইসহাক ফরীদি, আব্দুল্লাহ আল নোমান, শেখ আজিজুল ইসলাম, মো. বেলাল শিকদার, মো. নজরুল ইসলাম, ডা. শামিমুল ইসলাম, মো. কামাল হোসেন, শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন বলেন, ‘সরকার যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের নিয়ে বৈঠক করে এই সংকটময় মুহূর্তে জনগণের ওপর একচেটিয়াভাবে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া চাপিয়ে দেয়। এ ঘোষণার পর পরই দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়।’

‘সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার অনতিবিলম্বে আগের ভাড়া পুনর্বহালের নির্দেশনা দেবে বলে আশা করছি। অন্যথায় সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে বাধ্য হবেন।’

অন্য নেতারা বলেন, ‘করোনা সংকটে দেশের কর্মহীন ও আয় কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি দেশের গণপরিবহনগুলোতে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির নামে গণপরিবহনের বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাহার করে দেশের প্রতিটি রুটে ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধা...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের এক...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গা...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা