নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে আগামীকাল (সোমবার) নিজ জেলা পাবনায় যাচ্ছেন।
আরও পড়ুন : জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই
রোববার (১৪ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আগামীকাল সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।’
রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার পাবনায় প্রথম সফর।
আরও পড়ুন : সেন্টমার্টিনে ‘মোখা’র তাণ্ডব, নিহত ২
পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষ্যে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে সড়ক-মহাসড়ক।
আরও পড়ুন : সেনাবাহিনীর হামলায় নিহত ১৮
এছাড়া রাষ্ট্রপতির যাতায়াতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধনে চলছে মহাকর্মযজ্ঞ।
আগামী ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সান নিউজ/জেএইচ