নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, হজযাত্রা সহজ করতে হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপিকে সিটি নির্বাচনে আসার আহ্বান
এ লক্ষ্যে আগামীকাল বুধবার (১০ মে) সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৯ মে) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ তথ্য জানান।
সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন শতভাগ নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেজন্য আগামীকাল বুধবার সৌদি প্রতিনিধিদল আসছে।
হজ ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
আরও পড়ুন: আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল
রাষ্ট্রদূত বলেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। এছাড়া সুদান প্রবাসীদের আশ্রয় ও ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে সৌদি সরকার।
অনুষ্ঠানে সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর বাংলাদেশকে উপহার দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে এসব খেজুর হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।
সান নিউজ/এনকে