নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। তিনি বলাকা পরিবহনের চালক ছিলেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে মগবাজার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
একই পরিবহনের আরেক বাসচালক মো. কানন জানান, তারা বাসটি নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। বাসের হেলপার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন বাবু। গাড়িটি চালাচ্ছিলেন তাদের এক বন্ধু।
আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
তিনি আরও জানান, মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি বাস পাশ থেকে তাদের বাসটিকে চাপা দেয়। এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে বাসের গেটে দাঁড়িয়ে থাকা বাবু রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাবু।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
সান নিউজ/আর