নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের বিষয়ে তিতাস গ্যাসের বরাতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন : শপথ নিলেন মো. সাহাবুদ্দিন
সোমবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে এ বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে ফোন আসে।
সোমবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে এক পোস্টে জানানো হয়, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বেরিয়ে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।’
আরও পড়ুন : সেই ১০ মৃতদেহের পরিচয় মিলেছে
এছাড়া যেকোনো বিষয়ে তিতাস গ্যাসের হটলাইন ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১০ টার পর থেকে রাজধানীর খিলগাঁও রামপুরাসহ বলতে গেলে সারা রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন আসছে। ফোন পাওয়ার পর আমাদের ২ টি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে যায়।
আরও পড়ুন : আমি মুক্তি পাচ্ছি
আমাদের টিম প্রাথমিকভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় গ্যাস লিকেজ নিয়ে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন।
আরও পড়ুন : সুশৃঙ্খলভাবে পদ্মা সেতুতে যাতায়াত করছেন
অনেকে পোস্ট দিয়ে লিখছেন, তাদের এলাকায় গ্যাসের গন্ধে থাকা যাচ্ছে না।
প্রচুর পরিমাণে গ্যাস লিকেজ হচ্ছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তারা। এ বিষয়ে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে বলে পোস্টে জানানো হয়।
এ সময় আতঙ্কিত নগরবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিস এ কল করে সহযোগিতা চান।
আরও পড়ুন : কুষ্টিয়ায় মদ পানে ৩ মৃত্যু
তিতাসের জিএম অপারেশন সেলিম মিয়া জানান, গ্যাস লিকেজের ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যেই টেকনিক্যাল টিম কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে চাপ বেড়ে গেছে। এর গন্ধটাই বাইরে ছড়িয়েছে।
সান নিউজ/এনজে