নিজস্ব প্রতিবেদক: আবারও দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় দেশের সর্বোচ্চ ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছি
এর আগে গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। গত ১২ এপ্রিল ও ১১ এপ্রিল রাতেও দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়। ১২ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আর ১১ এপ্রিল রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
এই নিয়ে চতুর্থবারের মতো বিদ্যুতের রেকর্ড উৎপাদন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট।
সান নিউজ/এনকে