জেলা প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
আরও পড়ুন : বিশ্বে আরও ১৮১ মৃত্যু
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর রাত থেকে অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।
এর মধ্যে বেশিরভাগ যানবাহনই ব্যক্তিগত বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু
চালকারা জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়।
ব্যক্তিগত গাড়ি ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনা, চালকসহ বরখাস্ত ৪
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে ফাড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ভোর রাতের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় পরপর ৩ টি দুর্ঘটনার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গতকালের তুলনায় ভোর থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের চাপ লক্ষ্য করার মতো।
আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী
রাতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও তা এখন আর নেই।
সান নিউজ/এনজে