আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশের সংবাদমাধ্যম বেশি স্বাধীন
সোমবার (১০এপ্রিল) সকাল ১১ দিকে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি।
আরও পড়ুন : পয়লা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই
মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনছারুল করিম, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সিন্দুকছড়ি জোন সব সময় জোনের আওতাধীন ও দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সামাজিক অবকাঠামোর উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন প্রতিনিয়ত।
আরও পড়ুন : মার্কেট বন্ধে কঠোর হবে ডিএনসিসি
বক্তারা আরও বলেন, পহেলা বৈশাখের বৈসাবি উৎসবের নিরাপত্তা, ঈদুল ফিতর, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে সিন্দুকছড়ি জোন।
সান নিউজ/এইচএন