জাতীয়
করোনা ভাইরাস

সাড়ে ৬ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা, সতর্ক বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

চীনে মহামারী রূপ নিয়েছে করোনা ভাইরাস। সাপ ও বাদুড়ের শরীর থেকে মানবদেহে আক্রমণকারী এ ভাইরাস এরইমধ্যে ১২টি দেশে ছড়িয়েছে পড়েছে। ফলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক এক মার্কিন গবেষণা সংস্থা বলছে করোনা ভাইরাসে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের মৃত্যু হতে পারে। শনিবার এ আশঙ্কার কথা প্রকাশ করে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি গত বছরের অক্টোবর এ আশঙ্কার কথা জানিয়েছিল।

ডেইলি মেইলের খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরেছিলেন। তারা পরবর্তী ১৮ মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছিলেন।

আগেই তারা সাড়ে ছয় কোটি মানুষের প্রাণহানি ঘটবে বলে সতর্ক করেছিল। মহামারী আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কার তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। এরপরই এ প্রাণঘাতী ভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর ইউরোপ-আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়ার নেপালেও ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

এ মহামারী ঠেকাতে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের তুমুল লড়াইয়ের মধ্যে চীনসহ ১২ দেশে নতুন এ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশও এ ব্যপারে বাড়তি সতর্ক রয়েছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর আইইডিসিআর ভবনে একটি কন্ট্রোল রুম চালু করেছে।

দেশের বাইরে থেকে করোনা ভাইরাস নিয়ে কেউ দেশে আসছে কি না তা শনাক্তকরণে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ আরো দুটি নতুন যন্ত্র সংযোজন করা হয়েছে।

আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা ও আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর মীরজাদী সেবরিনা ফ্লোরা এ তথ্য জানান।

একই সঙ্গে তাঁরা জানিয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশে স্থানীয়ভাবে বা বাইরে থেকে আগত কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

অতিরিক্ত পরিচালক বলেন, আমরা এই মুহূর্তে এই ভাইরাসটি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সেইসঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ আরও একাধিক হাসপাতালকে প্রস্তুত করার কাজ শুরু করেছি।

ওই দুই কর্মকর্তা একই সঙ্গে জানান ভারতে করোনাভাইরাস শনাক্তের কথা আমরা শুনেছি, তবে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ভারতের সরকারি কোনো তরফ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাই আমরা কেবল আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টি পর্যবেক্ষণ করছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মি...

খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়...

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত

রবিবার (২০ এপ্রিল) পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎস...

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র খুনের ঘটনায় অর্থদাতা ফখরুল গ্রেফতার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলা মামলায় অর...

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহ...

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ...

হাকালুকি হাওরে ধান কাটার মহোৎসব

মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবা...

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা