আন্তর্জাতিক ডেস্ক : আসামের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশন থেকে অভিবাসন আইন ভঙ্গ করে অবৈধভাবে অবস্থান করা ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের রেলওয়ে পুলিশ।
আরও পড়ুন : খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের ধরতে স্টেশনে যৌথ অভিযান চালায় রেলওয়ে প্রটেকশন ফোর্স এবং রেলওয়ে পুলিশ। ঐ সময় ৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না
তারা হলেন- আব্দুল কাইয়ুম, আজিম আলী এবং সাজ্জিল মিয়া। তাদের সবার বাড়ি সিলেটে। এই ৩ বাংলাদেশিকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে নকল পাসপোর্ট ও আধার কার্ডসহ বিভিন্ন অবৈধ কাগজপত্র জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে ,তারা এর আগে কাজের উদ্দেশ্যে কাশ্মিরেও থেকেছিলেন।
আরও পড়ুন : ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত
২০২২ সালে আসাম পুলিশ শিলচর রেলওয়ে স্টেশন থেকে ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। খোকন ফকির এবং মিজানুর রহমান নামের ঐ দুই ব্যক্তি গত বছরের ১৭ অক্টোবর এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারা কেরালা রাজ্যের একটি কোম্পানিতে কয়েকদিন কাজও করেছেন।
এর আগে চলতি বছরের ৪ মার্চ মহারাষ্ট্রের থান অঞ্চল থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তারা সবাই অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।
আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঐ অবৈধ বাংলাদেশিরা নাভী মুম্বাইয়ের গানসোলিতে এক আত্মীয়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জন্য জড়ো হবেন। পরবর্তীতে সেখান থেকে তাদের আটক করা হয়।
বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি ও ১৯৫০ সালের পাসপোর্ট আইনে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
সান নিউজ/এনজে