জাতীয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তাকরিম

দুবাই (প্রতিনিধি) : সংযুক্ত আরব আমিরাত ইউএই’র দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১৪ বছর বয়সী তাকরীম আরব দেশে একজন হাফেজ হিসেবে প্রতিযোগিতায় বিশ্বের ৮০ টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রশিদ মোহাম্মদ আল মাকতুম হাফেজ তাকরিমের হাতে বিজয় সম্মাননা তুলে দেন।

এর আগেও ২৫তম প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ তাকরিম প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন।

গতকাল মঙ্গলবার ৪ এপ্রিল দুবাইয়ের আল মামজার এলাকায় অবস্থিত কালচারাল এন্ড সায়েনটিফিক এসোসিয়েসন মিলনায়তনে ২৬ তম আসরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাফেজ তাকরীমের নাম প্রথম হিসেবে ঘোষণা করেন।প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

দুবাই সরকার আয়োজিত বিশ্বের সকল দেশের হাফেজগণ এ প্রতিযোগিতায় প্রতি বছর অংশগ্রহণ করেন। এবার অংশ নিয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়াসহ বিভিন্ন দেশের কোরআনে হাফেজরা।

কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তার ভুল হয়নি। উপহার দিয়েছেন স্বভাবধর্মী মুগ্ধকর তিলাওয়াত। এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

তাকরিম মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।মিয়া প্রধান, এনডিপির একাংশের চেয়ারম্যান আবু তাহের, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা