নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯-এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। বুধবার দুপুরে তার ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হবেন।
সংশ্লিষ্টরা জানান, এখন তিনি সিএমএইচে পৌঁছেছেন। ভর্তির প্রক্রিয়া চলছে। মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন।