সান নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রনে আসলেও পুরোপুরি নেভেনি। মার্কেটের সামনের অর্ধেকাংশে আগুন নিভলেও পেছনের দিকে থাকা দোকানের মালামাল এখনো পুড়ছে।
আরও পড়ুন: সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টার পর এমন চিত্র দেখা যায়। ফায়ার সার্ভিস ও অন্য বাহিনীর সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন।
এর আগে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, পানি সংকট, উৎসুক জনতা ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যা ব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।
সান নিউজ/আর