নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৭টায় বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : নতুন সময়সূচিতে চলবে অফিস
রোববার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ (সোমবার) সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায়। আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন : কমছে মুরগির দাম
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।
সান নিউজ/এমআর