সান নিউজ ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: পাকিস্তানপ্রেমীরা পাকিস্তানেই চলে যাক
রোববার (২৬ মার্চ) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রী পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘মুজিব’স বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। সুত্র: বাসস
সান নিউজ/এনকে