স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নিজ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।
আরও পড়ুন : দেশে রাজনৈতিক সংকট নেই
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকারপ্রধানের সঙ্গে দেখা করেন।
এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে এলেন তিনি।
সান নিউজ/জেএইচ