সান নিউজ ডেস্ক : চলতি মাসে দেশে নিত্যপণ্যের দাম বাড়বে বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। বাজার নিয়ন্ত্রণে সরকার অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরের বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো ব্যবসায়ীকে আঘাত করা কিংবা লাঞ্ছিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায় করলে জেল দেবেন কিন্তু গায়ে হাত তুলে, আঘাত করে বিচার করতে পারবেন না।
আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন
তিনি আর বলেন, জাতীয় নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ সবাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।
সান নিউজ/এমআর