সান নিউজ ডেস্ক : দেশে ঝড়-বৃষ্টি কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। চট্টগ্রাম বিভাগের বাইরে পটুয়াখালীতে ৭, সিলেটে ১২, শ্রীমঙ্গলে ১, রাজারহাটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সান নিউজ/এমআর