নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলে আরও সাত কর্মদিবস সময় বাড়ানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে জানান, সাত কর্মদিবস শেষ হওয়ার আগেই আজই কমিটি আরও সাত কর্মদিবস সময়ের আবেদন জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির আবেদন মঞ্জুর করেছে
গত ৩১ জুলাই রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার মেরিন ড্রাইভে অবস্থিত চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর ঘটনা তদন্তে গত ১ আগস্ট চার সদস্যের তদন্ত কমিটিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে। সিনহার নিহতের ঘটনা সরেজমিন তদন্তপূর্বক এর কারণ, উৎস, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে সুস্পষ্ট মতামতসহ চিঠি পাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
সান নিউজ/ এআর