নিজস্ব প্রতিবেদক :
৮ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণের সাংবাদিকরা।
সোমবার (১০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাগরণের সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও জন-কল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী।
দৈনিক জাগরণের সাংবাদিক দীপঙ্কর গৌতম, হাসিবুল ফারুক চৌধুরী, হাসান শাফিঈ, মেহ্দী আজাদ মাসুম, হালিম মোহাম্মদ, বেনু সুত্রধর, গোলাম মোস্তফা, রিকু আমির, মাহমুদুল আলম, আল হেলাল শুভ, নুরুল ইসলাম, খন্দকার তারিক, রিয়াজুল ইসলাম শুভ ও কাশেম হারুন মানববন্ধনে অংশ নেন।
বক্তারা জাগরণের সম্পাদক-প্রকাশক আবেদ খানকে চলতি আগস্ট মাসের মধ্যে গত ৮ মাসের বকেয়া বেতনসহ অন্যান্য সুবিধাদি পরিশোধের আহবান জানান। অন্যথায় শিগগিরই সম্পাদক-প্রকাশকের উত্তরার বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন।
সান নিউজ/ এআর