স্টাফ রিপোর্টার : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে।
আরও পড়ুন : মানবাধিকার সংকট সৃষ্টি করেছে জান্তা
শুক্রবার (৩ মার্চ ) রাতে বিমানের বিশেষ ফ্লাইটযোগে শান্তিরক্ষী দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামে উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদেরকে বিদায় জানান।
আরও পড়ুন : ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার
দুজন কমান্ডারের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। মিশনে থাকাকালিন ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ
প্রসঙ্গত, বাংলাদেশের পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে।
সান নিউজ/জেএইচ