সান নিউজ ডেস্ক : বইপ্রেমী ও লেখক-প্রকাশকদের প্রাণের অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। শেষ দিনে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আরও পড়ুন : কিশোরগঞ্জের মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সমাপনী অনুষ্ঠান হচ্ছে।
মাসব্যাপী চলা অমর একুশে বইমেলায় পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন।
আরও পড়ুন : ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
প্রতিবছরের মতো এবারেও সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে।
২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৩ প্রদান করা হবে আগামী প্রকাশনীকে। এছাড়া প্রকাশিত গ্রন্থে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে আহমদ রফিক রচিত ‘বিচ্ছিন্ন ভাবনা’ বইয়ের জন্য জার্নিম্যান বুক্স, মোহাম্মদ হারুন-উর-রশিদ রচিত বাংলা ‘একাডেমি আমার বাংলা একাডেমি’ প্রকাশের জন্য ঐতিহ্যকে এবং হাবিবুর রহমান রচিত ‘ঠার : বেদে জনগোষ্ঠীর ভাষা’ বইয়ের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডকে প্রদান করা হবে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার-২০২৩।
আরও পড়ুন : তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ
একই বছর গুণমান বিচারে প্রকাশিত শিশুতোষ সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৩ প্রদান করা হবে।
২০২৩ সালে অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে পুঁথিনিলয় (প্যাভিলিয়ন), নবান্ন প্রকাশনী (২-৪ ইউনিট), উড়কি (১ ইউনিট) -কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ প্রদান করা হবে।
আরও পড়ুন : আরও ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব
এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত।বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব মো আবুল মনসুর।
প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’-এর সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা শুভেচ্ছা বক্তৃতা দেবেন।
আরও পড়ুন : নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন।
এ অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩ এবং অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
সান নিউজ/এনজে