আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশের দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফ্লাই অ্যাশ বহনকারী একটি জাহাজের একাংশ নদীতে ডুবে গেছে। জাহাজটি ভারত থেকে বাংলাদেশে আসছিল।
আরও পড়ুন : উন্নয়ন-অগ্রগতির পথে অন্তরায় দুর্নীতি
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হাবড়ার হুগলি নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৫টার দিকে একটি খালি জাহাজের সঙ্গে বাংলাদেশি পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি জাহাজ কাকদ্বীপের দিকে যাচ্ছিল,
এ সময় অপরদিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে একটি জাহাজ পানিতে তলিয়ে যায়। জাহাজের মধ্যে আট থেকে দশজন বাংলাদেশি ছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন : বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে বিএনপি যুক্ত
ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা জানান, শনিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার নিশ্চিন্তপুরে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ৯ ক্রুকে উদ্ধার করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলে একটি পরিদর্শন দল পাঠানো হয়েছে। আইডব্লিউএআইয়ে তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে। উদ্ধারকৃত নাবিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন : কক্সবাজারে ৪.১ মাত্রার ভূমিকম্প
মালবাহী জাহাজটি নেভিগেশনাল চ্যানেলে না থাকায় কলকাতা বন্দর থেকে জাহাজের প্রস্থান এবং আগমণে কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
সান নিউজ/জেএইচ/এইচএন