নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আসামির নাম আব্দুল বাতেন (৭০)।
আরও পড়ুন: রিসোর্টের খাবার খেয়ে অসুস্থ ৩ শতাধিক
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, বাতেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হলে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। বাতেন বিডিয়ার বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এনকে