সান নিউজ ডেস্ক: সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হয়েছেন ২৮ জন কর্মকর্তা।
আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা। প্রজ্ঞাপনে বলা হয়- জারিকৃত আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. আব্দুছ ছালাম সরকার, এসএম বজলুর রশিদ, মো. তফিকুল আলম, মনতোষ বিশ্বাস, জোনাঈদ আফ্রাদ, মো. সাইফুল ইসলাম, দেবাশিষ কর্মকার, মমিনুল হাসান, মো. মুন্না বিশ্বাস, সাগর দিপা বিশ্বাস, মফেলা খাতুন মেমি, মো. কামরুজ্জামান, এসএম আশিকুর রহমান, মো. ফয়েজ উদ্দিন, উৎপল কুমার চৌধুরী, মো. হাফিজুর রহমান, ফৌজিয়া হাবিব খান, একেএম ওহিদুন্নবী, নাজিয়া ইসলাম, আকলিমা আক্তার, আব্দুল হালিম, সৈয়দ ফয়সল ইসলাম, সাদিয়া সাবরিনা চৌধুরী, একেএম ফজলুল হক, শারমিন আক্তার আশা, স্বাগতা ভট্টাচার্য্য, আল আমিন হোসেন, ধ্রুব জ্যোতির্ময় গোপ।
সান নিউজ/এনকে