জাতীয়

ফুল চাষিদের মুখে ফুটেছে হাসি

সান নিউজ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এই মাসে লাখ লাখ টাকার ফুল বেচাবিক্রি হয়। এবার তার ব্যতিক্রম হয়নি। ফুলের দাম বেশি পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুল চাষিদের মুখে ফুটেছে হাসি।

আরও পড়ুন: চুম্বনের স্বাস্থ্য উপকারিতা

লষ্করচালার বাসিন্দা আলভি হোসেন বলেন, ‘বাড়ির পাশেই বানিজ্যিকভাবে ফুলচাষ হচ্ছে। এতে কিছু মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে তেমনি স্থানীয়ভাবে ফুলের চাহিদাও মিটে যাচ্ছে। আগে ফুলের প্রয়োজন হলে দূরে গিয়ে ফুল সংগ্রহ করতে হয়েছে, কিন্তু এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে।’

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এবছর উপজেলার ১ দশমিক ৫ হেক্টর জমিতে ফুল চাষে যুক্ত রয়েছেন ৪০-৪৫ জন চাষি। গোলাপ বিক্রির জন্য গড়ে উঠেছে ফুলের বাজার। চলতি বছর ফুল চাষিরা প্রায় এক কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছি।’

কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে ১৪ বিঘা জমিতে ফুল চাষ করেছিলেন আকিদুল ইসলাম। তার বাগানে ফেব্রুয়ারির শুরু থেকে পুরোদমে বিক্রি শুরু হয়েছে ফুল। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের আগেই বাগানের অধিকাংশ ফুল বিক্রি হয়ে গেছে। কলি অবস্থায় যে ফুলগুলো রয়েছে তা বিক্রি করবেন ২১ ফেব্রুয়ারিতে। ইতোমধ্যে ওই বাগানের অর্ধকোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানান আকিদুল ইসলাম।

আরও পড়ুন: প্রেমের মাসে কোন তারিখে কী দিবস?

আকিদুল ইসলামের বাগানের পরিচর্যাকারী আনিছুর রহমান বলেন, ‘১৪ বিঘা জমিতে এবার ফুল গাছ লাগানো হয়েছে। অন্য বছরের থেকে এবার চাহিদা অনেক বেশি। দামও ভালো। বাগানে সাদা, লাল, গোলাপিসহ মোট ৬ রঙের গোলাপ রয়েছে। এছাড়াও চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন জাতের ফুল ফুটেছে। গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলা থেকে ফুল নিতে আগে থেকেই যোগাযোগ করে রেখেছিলেন ফুল বিক্রেতারা।’

তিনি আরনও বলেন, ‘সারা বছর ফুল বিক্রি হলেও ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফুল বিক্রির প্রধান মৌসুম। আগে যেসব গোলাপ ৮ থেকে ১০ টাকা পিস বিক্রি হয়েছে এখন সেই গোলাপ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা পিস দরে।’

বাগান ঘুরতে আসা রতনপুর গ্রামের নাহিদ হোসেন বলেন, ‘এই বাগানে প্রচুর ফুল ছিল। সব বিক্রি করে ফেলেছেন বাগাম মালিকরা। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাগানে ফুল দেখতে আসেন দর্শনার্থীরা। ভালোবাসা দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন স্থানে অস্থায়ী ফুলের দোকান দেবে ছেলেরা। তাদের অনেকেই এসব ফুলের বাগান থেকে ফুল নিয়েছেন।’

আরও পড়ুন: চকোলেট খাওয়ার অপকারিতা!

এদিকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে ফুলের পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। বিকেল থেকেই এসব দোকানে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন বয়সী ক্রেতারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা