সান নিউজ ডেস্ক : তুরস্কের ভূমিকম্পে দেশটির আজাজ শহরে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশির মধ্যে নুর আলম নামে একজনকে উদ্ধার করা হয়েছে। গোলাম সাইদ রিংকু নামের একজন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন : পোশাক শিল্পের কর্মপরিবেশে সন্তুষ্ট রানি
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নুর আলমকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে নুর আলম নামের এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মো. রিংকু নামের এক বাংলাদেশি শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তারা দু`জন তুরস্কের আজাজ শহরে বসবাস করছিলেন।’
আরও পড়ুন : রাষ্ট্রপতি মনোনয়ন মঙ্গলবার
তিনি আরও জানান, ‘রিংকুর খোঁজে তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র এবং তার বাড়ি বগুড়ায়।’
প্রসঙ্গত, সোমবার ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮।
আরও পড়ুন : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে রাষ্ট্রপতির শোক
এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৬০০ জন ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন কর্তৃপক্ষ।
সান নিউজ/এনজে/এইচএন