নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন অফিস-আদালতের কর্মীরা।
আজ সোমবার (৩ আগষ্ট) সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের পাশাপাশি খুলেছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার।
প্রতিবারের মতো এবারও ঈদ-উল আযহায় তিনদিনের ছুটি ছিল। গত শুক্রবার (৩১ জুলাই) থেকে এ তিনদিনের ছুটি শুরু হয়। পরদিন শনিবার (১ আগস্ট) ঈদ উদযাপিত হয়। রোবার (২ আগস্ট) ছিলো ঈদের ছুটির শেষ দিন।
আজ অফিস-আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ঈদ করতে গেছেন।
করোনায় ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তবে করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে।
অন্যদিকে গার্মেন্টসকর্মীদেরও ঢাকায় থাকার নির্দেশনা ছিল। ফলে তারাও এবার বাড়ি যেতে পারেননি।
সান নিউজ/সালি/ এআর