সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানকে পদায়ন করেছে।
আরও পড়ুন : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
জারিকৃত একই প্রজ্ঞাপনে পুলিশের ৫ জন কর্মকর্তাকে নতুন জায়গায় পদায়ন করা হয়। এরমধ্যে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিককে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
আরও পড়ুন : দূতাবাসকর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র
এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপাধ্যক্ষ আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অপর দুই কর্মকর্তার মধ্যে পুলিশ অধিদফতরের পরিচালক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি এবং টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
আরও পড়ুন : টেলিযোগাযোগ বিভাগ ও আইএমইডিতে নতুন সচিব
প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন উপ-সচিব সিরাজাম মুনিরা। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সান নিউজ/এইচএন