নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনায় মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল আযহার জামাতে করোনাভাইরাস ও বন্যা থেকে মুক্তি কামনা করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে এবার উন্মুক্ত স্থান বা মাঠে কোনো ঈদের জামাত হয়নি।
ঈদের জামাত আদায় করতে মুসল্লিরা মাস্ক পরে ও জায়নামায নিয়ে মসজিদে আসছেন। অনেক মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে। মসজিদের প্রবেশ মুখেই স্যানিটাইজার দেওয়া হয়েছে মুসল্লিদের। নামাজের কাতার হয়েছে ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে।
জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর দোয়া মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্যও দোয়া করা হয়েছে। একই সঙ্গে দেশের বন্যা পরিস্থিতির উন্নতির জন্য মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা হয়েছে। এছাড়া মোনাজাতে বাবা-মাসহ সকল উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়। মৃত ব্যক্তিদের জন্যও গুনাহ মাফ চাওয়া হয়। নামাজ শেষে কোথাও কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি।
খুলনায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় শনিবার (১ আগস্ট) সকাল আটটায় টাউন জামে মসজিদে। জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় ও শেষ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের দুটি জামাত হয়। সকাল ৮টায় প্রথম জামাতে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর ইমামতি করেন।
খুলনা বিশ্বদ্যিালয়ে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদ, সকাল আটটায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, রায়পাড়া জামে মসজিদ, গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ, শিরোমনি পূর্বপাড়া বায়তুল আকসা জামে মসজিদে ঈদের জামাত হয়। আল -হেরা জামে মসজিদ (তারের পুকুর ) প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায়, নিরালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭ টা ও দ্বিতীয় জামাত পোনে আটটায় অনুষ্ঠিত হয়। মজিদিয়া খানজাহান নগর জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, সকাল ৮টায়, গিলাতলা বায়তুল হামদ্ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, মোল্লাপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শেখপাড়া বায়তুল আমান জামে মসজিদে সাড়ে ৭টায়, গিলাতলা বাজার (ফাঁড়ি) মসজিদে সকাল ৭টায়, , শিরোমণি বায়তুল মা’মুর (বাজার) জামে মসজিদে সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়, ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেজ) বায়তুল্লাহ জামে মসজিদসহ খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের মসজিদসম‚হে সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার নয় উপজেলার মসজিদসম‚হে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে।
সান নিউজ/ এআর