সান নিউজ ডেস্ক : ময়মনসিংহ জেলার বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন : পাচার হওয়া অর্থ ফেরানোর গাইডলাইন অনুমোদন
রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন ।
আরও পড়ুন : ভূয়সী প্রশংসা করেছে আইএমএফ
পরিচালক শাহদাত বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানানো হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করেছে।
আরও পড়ুন : মার্কিন-বৃটিশ নিষেধাজ্ঞায় নেই বাংলাদেশ
এ ঘটনায় জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা কমিউটার ময়মনসিংহ জংশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকে আছে।
সান নিউজ/এইচএন