সান নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী।
আরও পড়ুন : নতুন ৩ বিচারপতি নিয়োগ
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন শেখ হাসিনা।
এসময় সরকার প্রধান আরও বলেন, তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে।
আরও পড়ুন : বিমানের এমডি হলেন শফিউল আজিম
মানবিক কারণে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম জানিয়ে করে প্রধানমন্ত্রী বলেন, এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।
মিয়ানমার তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন : ঢাকার পাশে থাকতে প্রস্তুত ভারত
চীনা রাষ্ট্রদূত লি জিমিং বৈঠকে আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে যাওয়া শুরু করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন : জানুয়ারি-২০২৪ : প্রথম সপ্তাহে নির্বাচন
সাংবাদিকদের বৈঠক শেষে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।
সান নিউজ/এইচএন