সান নিউজ ডেস্ক: দেশের জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে তৈরি হয়েছে বিদ্যুৎ ঘাটতি। তাই ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে।
আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ
তবে কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে, সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়।
সূচি অনুযায়ী, সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু
রাজধানী ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
নিচের লিংকে ক্লিক করে দেখে নিন কখন কোথায় লোডশেডিং।
সান নিউজ/এমআর