নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কাছে ১০ জন সৎ কর্মকর্তার উইং গঠনের প্রস্তাব দিয়েছেন আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এই উইং তিনমাসের মধ্যে দেশের সব খাতের দুর্নীতি দূর করবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
রেলওয়ে মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব ফেসবুক টকশোতে তার এই মনোভাব প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা খুব শখ আমি প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলবো। আমাকে ১০ জন সৎ কর্মকর্তা দেওয়া হোক এবং সেই ১০ জন কর্মকর্তা আমি নিজে নির্বাচন করবো। আমাদের একটা অফিস থাকবে। প্রয়োজনে আমরা বন্ড সই করবো। আমরা মাত্র তিনমাস সময় নেবো। এই তিনমাসে মানুষের মুখে হাসি ফুটাবো। আমি চ্যালেঞ্জ করছি, আমি বিশ্বাস করি, আমি পারবো। পুরো দেশকে পরিবর্তন করে ফেলবো। আর যদি না পারি তিনমাস পরে যে শাস্তি দেবেন, তা মাথা পেতে নেবো।’
‘তবে আমরা কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তরের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবো না। আমাদের কাজের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আর একমাত্র প্রধানমন্ত্রীর কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য থাকবো।’
মো. মাহবুব কবীর মিলন এ সময়ের একজন আলোচিত সৎ বলে পরিচিত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। চাকরি জীবনে যখন যেখানে দায়িত্বে ছিলেন ও আছেন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। তিনমাসে সবকিছু যে পরিবর্তনের অঙ্গীকার করেছেন, সে সম্পর্কে তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমি পারবো।’ এজন্য সুযোগ চেয়ে সাধারণ মানুষকেও পাশে চেয়েছেন তিনি।
সান নিউজ/ এআর