নিজস্ব প্রতিবেদক:
খুলনা: র্যাব-৬ এর কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে খুলনায় আনা হয়েছে।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেবলেন, সোমবার (২৭ জুলাই) বিকেলে তাকে খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়।
এর আগে টানা ১০ দিনের রিমান্ড শেষে রোববার (২৬ জুলাই) সকালে সাহেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তখন তার বিরুদ্ধে হওয়া চার মামলায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হলেও সাতদিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
র্যাব মুখপাত্র বলেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারকৃত সাহেদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দের ঘটনায় সাতক্ষীরার দেবহাটাতে সাহেদ করিমের বিরুদ্ধে হওয়া অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সাতক্ষীরার আদালত। সেই মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখানে অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে বিভিন্ন প্রতারণা মামলায় গত ১৬ জুলাই তাকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড শেষ হয় রোববার। রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব সূত্র।
আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ছয়দিন ছিলেন সাহেদ। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তের জন্য তাকে র্যাবের কাছে হস্তান্তর করে ডিবি। পরে আদালতের নির্দেশে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রতারণার নানা অভিযোগে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ও গুলিসহ আটক করে র্যাব ।
সান নিউজ/ এআর