নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ এবং স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইন সচিব, রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত না করায় এই রিট আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী।