সান নিউজ ডেস্ক: রাজধানীর নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
আরও পড়ুন: ড্রেজারডুবিতে নিখোঁজ আরও ৪ লাশ উদ্ধার
নিহতের নাম জুনায়েদ বুগদাদী (১২)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, জুনায়েদ নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে সকালে বাসা থেকে বের হয় স্কুলে যাওয়ার জন্য। স্কুল যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মানুষের বুকে গুলি চালিয়েছিল বিএনপি
জুনায়েদের গ্রামের বাড়ি চাঁদপুর উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামে। তার বাবার নাম আতাউর রহমান। ঢাকার পূর্ব নাখালপাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
সান নিউজ/এনকে