নিনা আফরিন, পটুয়াখালী : শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদতিক ডিভিশনের অধিনে ৪ টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : বিকাশ এজেন্টের লাশ উদ্ধার
সোমবার (১৭ অক্টোবর) সকালে শেখ হাসিনা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।
নবগঠিত ইউনিটগুলো হলো ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি, ৩৫ বীর, ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।
সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নবপ্রতিষ্ঠিত এই ৪ ইউনিটের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিসরূপ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭
সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ণ ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বরিশালে ৭ পদাতিক ডিভিশনের অধিনে ৪ ইউনিটের পতাকা উত্তোলিত হয়।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মেজর মোঃ রেজোয়ানুল হাফিজ চন্দনের নেতৃত্বে প্যারেড দল সসস্ত্র সালাম প্রদান করেন। এসময় ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচন চলছে
২০১৮ সালের ৭ ফেব্রুয়ারী বরিশাল পটুয়াখালীর মধ্যবর্তী পায়রা নদীর তীরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠিত হয়।
সান নিউজ/এইচএন