সান নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছে বাংলাদেশ। ভোট দেওয়ায় কয়েকঘণ্টা ব্যবধানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কাজাখস্তানের আস্তানায় সাক্ষাৎ হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ মৃত্যু
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় মোমেন-ল্যাভরভের সাক্ষাতের তথ্য জানায়।
টুইটে বলা হয়েছে, কাজাখস্তানের আস্তানায় সিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে তারা বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যার বর্তমান পরিস্থিতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
আরও পড়ুন: নির্বাচন বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত ছিল না
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেন।
সান নিউজ/এমআর