নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল থেকে। সকালে ভবনটি ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ভবন ভাঙার কাজ করবে বেসরকারি প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপ। এতে ব্যয় হবে ১ কোটি ২ লাখ টাকা। ভবনটি ভাঙতে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। সনাতন পদ্ধতিতে এটি ভাঙা হবে।
ভবনটি সরিয়ে নিতে গত বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএকে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এ সময় পার হলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে গত বছরের ১৬ এপ্রিল ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ ২০০৬ সাল হাতিরঝিলে জলাশয় ভরাট করে ভবনটি নির্মাণ করে। প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিলেন পরিবেশবাদীরা। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।