সান নিউজ ডেস্ক : শুক্রবার (৭ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ৭ অক্টোবর দুপুর ১টা ৪৫ মিনিটে পদ্মা সেতু হয়ে সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন।
বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, বিশেষ মোনাজাত এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
টুঙ্গিপাড়া থেকে বিকেল সোয়া ৫টায় কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি সেখানে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।
আরও পড়ুন : বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮
প্রসঙ্গত, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
সান নিউজ/এইচএন