নিজস্ব প্রতিবেদক :
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে।
জনসাধারণের কাছ থেকে তথ্য আহ্বানের প্রথম দিনেই র্যাবের হটলাইনে ৯২টি অভিযোগ জমা পড়ে।
রবিবার ১৯ জুলাই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী র্যাবের নির্ধারিত সেলে এসব অভিযোগ এসেছে বলে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, ভুক্তভোগীর কাছ থেকে সাহেদের প্রতারণার বিষয়ে তথ্য আহ্বানের পর থেকে বিপুল সংখ্যক মানুষ নানাভাবে র্যাবকে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছেন। একদিনেই সাহেদের বিরুদ্ধে ৯২টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে।
এর মধ্যে ফোন কলের মাধ্যমে ভুক্তভোগীরা ৭২টি অভিযোগ দিয়েছেন। আর ২০টি অভিযোগ এসেছে মেইলে, যারা বিভিন্ন প্রতারণার তথ্য প্রমাণসহ র্যাবকে মেইল করেছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদের দ্বারা প্রতারিত হয়ে বিপুল সংখ্যক ভুক্তভোগী র্যাবকে বিভিন্ন অভিযোগমূলক তথ্য জানাচ্ছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই সাপেক্ষে ভুক্তভোগীদের আইনি সহায়তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।
এর আগে অভিযোগ জানাতে বা আইনি সহায়তা পেতে একটি মোবাইল নাম্বার (01777720211) ও একটি ইমেইল এড্রেস ([email protected]) মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো হয়।
যা আরো সময় ধরে চালু থাকবে বলে জানিয়েছে র্যাব সদর দফতর।
সান নিউজ/সালি