সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুত আছে। আর দুই দিন চাল সংগ্রহ চলবে। সারা দেশে ৩০ টাকা কেজি দরে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে। এছাড়াও ঢাকা মহানগরীতে সাড়ে তিন মেট্রিক টন চাল বিক্রি হবে।
আরও পড়ুন: বাগদাদে সহিংসতায় নিহত ২০
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউসে প্রেসব্রিফিং করেছেন খাদ্যমন্ত্রী। মূলত সারা দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মাঝে চাল ও আটা বিতরণ উপলক্ষে এই প্রেসবিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডধারীকে মাসে দুইবার ৫ কেজি করে চাল দেওয়া হবে।
সান নিউজ/কেএমএল