সান নিউজ ডেস্ক: রাজধানীর বিজয়নগরে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আরও পড়ুন: থাই প্রধানমন্ত্রী বরখাস্ত
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক গণমাধ্যামকে এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৬টি ইউনিট একযোগে কাজ করছে।
আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সান নিউজ/এমআর