সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আরও ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। সুন্দরবনের ভারতীয় অংশে কেঁদো দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলের সংখ্যা দাঁড়াল ১০৪ জন।
আরও পড়ুন: কারবালায় পাহাড়ধসে নিহত ৪
মইপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে রোববার (২১ আগস্ট) সকালে ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। সোমবার (২২ আগস্ট) তাদের বারুইপুর আদালতে তোলা হবে। আইনি প্রক্রিয়ার মধ্যদিয়েই জেলেদের বাংলাদেশ ফিরিয়ে দেয়া হবে।
জানা যায়, মোট ১৯ জেলে ওই ট্রলারে ছিলেন। দুজন সমুদ্রে ভেসে যান, বাকিরা একটি ভেলা বানিয়ে দুদিন ধরে ভাসতে ভাসতে সুন্দরবনের কেঁদো দ্বীপের চরে চলে যান। বাঘের ভয়ে দুদিন তারা গাছে ছিলেন। আর সেখান থেকেই কোনো সাহায্য পাওয়া যায় কিনা তা লক্ষ রাখছিলেন।
আরও পড়ুন: ঢাকায় নোয়েলিন হেইজার
গাছেই রাত কাটান ওই ১৭ জেলে। রোববার (২১ আগস্ট) সকালে একটি ট্রলার দেখতে পান তারা। ভারতীয় ওই ট্রলারটি বাংলাদেশি জেলেদের দেখতে পেয়ে মইপিঠ কোস্টাল থানায় খবর দেয়।
প্রসঙ্গত, বাংলাদেশের পাথরঘাটা থেকে ১৫ আগস্ট সাগরের উদ্দেশে রওনা দেয় কয়েকটি ট্রলার। বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে ট্রলার বিপর্যয়ের ঘটনা ঘটে।
সান নিউজ/এনকে