নিজস্ব প্রতিবেদক:
করোনা সঙ্কটে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল মওকুফের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে করোনার কারণে ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বিল পরিশোধে ৫ শতাংশ বিলম্ব ফি মওকুফ করা হয়।
সময় বাড়ানোর ফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত ৫ শতাংশ বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
সান নিউজ/ আরএইচ